হে বঙ্গবন্ধু, তুমি ছিলে বীর,
কখনো অন্যায়ের কাছে নত করনি শির।
তুমি ছিলে স্বাধীনচেতা, প্রতিবাদের সেই সুর,
অন্যায় অবিচারের কাজে কখনো হওনি বিভোর।
তুমি চলে গেছো বহুদূরে, না ফেরার দেশে,
তোমার গড়া সোঁনালী সৈনিক, আজও খোঁজে পথিক বেশে।
তুমি ছিলে ন্যায়-পরায়ন, সত্যবাদি নেতা,
তোমার সেই বীরত্ব, লিখা আছে ইতিহাসের পাতায়।
তুমি ছিলে আদর্শ সৈনিক, ঐক্যের ঐ গান,
তোমার ঐ ডাক শুনেই , লাখো বাঙ্গালী দিয়েছিল প্রান।
তুমি আছ কোটি হৃদয়ে, অবিস্মরণীয় নেতা,
তোমার অর্জিত স্বাধীনতাটুকু, দেবনা যেতে বৃথা।
আদর্শের ঐ প্রতিবাদেই, দেশ হয়েছিল সজীব।
তোমার সেই অগ্নিঝড়া ভাষণ, আজও স্মৃতিতে ভাসে।
যে ভাষণ শুনে বীর বাঙ্গালী, এক হয়েছিল তোমার পাশে।
হে প্রানপ্রিয় নেতা তুমি, আছো মনের মাঝে,
তোমার ঐ আদর্শটুকু, মানবো সকাল-সাঁঝে।
আজ স্বাধীন দেশের, স্বাধীন ভাষায়
স্বাধীনতার গান গাই,
এ সবকিছুরই রচয়িতা তুমি হে বঙ্গবন্ধু,
স্মৃতি জড়ানো পাতায়।