বঙ্গবন্ধু তুমি বাঙালি জাতির পিতা
তোমার স্মৃতি বিজড়িত কিছুই যায়নি বৃথা,
বঙ্গবন্ধু তুমি শ্রেষ্ঠ ভাষণ দাতা,
কণ্ঠ ছিলো বজ্রের ন্যায় মিষ্টি ছিলো কথা।
বঙ্গবন্ধু তুমি অমর শহীদ নেতা
গড়েছো বাংলা হয়েছো ইতিহাসের পাতা,
বঙ্গবন্ধু তুমি বাঙালি জাতির জন্য
বুলেটের আঘাতে নিজের জীবন করেছো বিপন্ন।
বঙ্গবন্ধু তুমি সোনার মানুষ ছিলে
দেশের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিলে।
বঙ্গবন্ধু তুমি করোনি কোনো ভয়
বুলেট কিংবা কোনো টিয়ার গ্যাস
তোমার মাটিতে তোমার গড়া সৈন্যরা
করেছে তোমায় শেষ।
বঙ্গবন্ধু তুমি পাক সেনাদের কাছে
করো নি মাথা নত,
তুমি বঙ্গবীর তুমি মহাপুরুষ
এ জগতে কেউ নেই তোমার মতো।