বঙ্গবন্ধু তোমার কাছে-নাফিসা রহমান


তুমি ছিলে, তুমি আছো,
তুমি থাকবে,
— হে মহান নেতা
তুমি অমর হয়ে আছো
কোটি কোটি মানুষের মনে।

তুমি আমার,
তুমি সারা বাংলাদেশের মানুষের!!
হ্যাঁ; সেই তোমার কাছেই লিখছি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
তুমি সারা বাংলাদেশের, বাঙ্গালী জাতির পিতা।
আজীবন জাতি তোমারে শ্রদ্ধা ভরে স্মরণ করবে।

SUMMARY

1997-B7.jpg