তুমি ছিলে খোকা-শেখ নাসির উদ্দিন


তুমি ছিলে মা বাবার মুখে ডাকা খোকা,
নিজে ভিজে অন্যকে দিলে নিজের ছাতা,
তুমি আর কেউ না এই বাংলার খোকা।
কিশোর থেকে ছিলে সবার বন্ধু
১৯৬৯ হলে এই বঙ্গের বন্ধু
সেই থেকেই তুমি বঙ্গবন্ধু।
স্বাধীনতার ডাকে মিশে থাকা সুর ,
আজও মুজিবের স্বপ্নে কাটে ভোর,
তুমি সোনার বাংলার দাতা,
আর তুমিই বাংঙ্গালী জাতির পিতা।
বার বার করতে হয়েছে তোমায় কারা বরণ,
আজও বাংঙ্গালী তা করে স্মরণ।
তোমার ডাকে সারা দেয় সারা দেশ ,
তখনো যায়নি ৫২নের রক্তের রেশ
তোমার কথায় অস্ত্র ধরে
আর বীর বাংঙ্গালী দেশটা স্বাধীন করে।
হঠ্যাৎ অজানা ঝড়ে,
স্বপরিবারে ঘরে ১৫ই আগস্ট হত্যা করলো যারা
এই বাংলার শত্রু তারা।

SUMMARY

1995-B3.jpg