বাঙলীদের জীবনে যখন
অমানিশা অন্ধকার,
ফরিদ পুরের টঙ্গী পাড়ায়
জন্ম হলো তখন তাঁর।
জাতির জন্যে জেল জুলুম
কত সয়ে গেলেন,
বিনিময়ে জাতির পিতা
গুলি বুকে পেলেন।
জাতির মাঝে বসত করে
মীর জাফরের বংশ,
সুযোগ পেলেই ওরা করে
দেশ ও জাতির ধ্বংস।
পচাত্তরের পনেরোই আগষ্ট
হত্যা হলেন মিত্র,
বুকের রক্তে সিক্ত হলো
বাংলার মানচিত্র।
বাঙলীদের জীবনে যখন
অমানিশা অন্ধকার,
ফরিদ পুরের টঙ্গী পাড়ায়
জন্ম হলো তখন তাঁর।
জাতির জন্যে জেল জুলুম
কত সয়ে গেলেন,
বিনিময়ে জাতির পিতা
গুলি বুকে পেলেন।
জাতির মাঝে বসত করে
মীর জাফরের...