শ্যামল গ্রামের প্রান্তপথে হাঁটতে যখন তুমি
প্রভাত রবি উঠতো বুঝি তোমার শরীর চুমি
দুপুর বেলা গায়ে মেখে রোদের খরতাপ
প্রতিবাদী সংগ্রাম করে এগিয়েছিলে ধাপ
ভাবতে তুমি তোমার জাতি আছে বড় দুঃখে
স্বদেশ ভূমি স্বাধীন করলে থাকবে ওরা সুখে
মুক্তি মন্ত্রে বজ্রকন্ঠে তুমি দিলে ডাক
শক্ত হাতে অস্ত্র ধরলো মানুষ লাখে লাখ
অনেক রক্ত ব্যয় করে স্বাধীন হলো দেশ
ভাবলে তুমি জাতির দুর্ভোগ এবার হলো শেষ
উদারতায় ক্ষমা করলে মীরজাফরের বংশ
সুযোগ বুঝে ছুবল মেরে সমূলে করলো ধ্বংস!