লিখে যাচ্ছি দগ্ধ বিবেকের সংস্কারের আত্মম্ভর আশায়..,
আমার লেখা অভিমানী ক্রোধের কথা শুনাতে চায়…..
হিংসুটে বিষ কালো পিপড়াগুলো যখন
পালিত স্বপ্নকে কামড়িয়ে ধরে তখনই বোবা কান্নায়
চোখ বেয়ে গড়িয়ে পড়ে নোনা অশ্রু……..
যুবতীর অভিমানী আর্তনাদে গর্জন দিয়ে
উঠে রিকোয়াললেসের ঠাস ঠাস আওয়াজ,
তোমার গুলিবিদ্ধ বুকের লাল রক্ত লেগে আছে
বাংলার সবুজ পতাকার বুকে।
খোকা তুমি তোমার কৃতকর্ম রেখে গিয়েছো বাংলার অস্তিত্বে….,
এই বাংলা দিয়েছে তোমাকে বঙ্গবন্ধু নাম.