মুজিব মানে গণজোয়ার
স্বপ্নপূরণ বুকের
মুজিব মানে বঞ্চনার শেষ
আমজনতা-লোকের।
মুজিব মানে বজ্রকন্ঠ
মুগ্ধতার এক উদাহারণ
মুজিব মানে অকুতোভয়-
নেতার স্মৃতিচারণ।
মুজিব মানে পথের দিশা
অন্ধকারে বাতি,
মুজিব মানে স্বাধীনতা
মুক্ত স্বদেশ-জাতি।
মুজিব মানে শোকে কাতর
দেশ-জনতার ক্রন্দন,
মুজিব মানে নিখাদ প্রেম
অটুট মায়া-বন্ধন।
মুজিব মানে অসীম সাহস
মুক্তিযুদ্ধে জিতা,
মুজিব মানে বাংলাদেশ
একটি জাতির পিতা।
মুজিব মানে গণজোয়ার
স্বপ্নপূরণ বুকের
মুজিব মানে বঞ্চনার শেষ
আমজনতা-লোকের।
মুজিব মানে বজ্রকন্ঠ
মুগ্ধতার এক উদাহারণ
মুজিব মানে অকুতোভয়-
নেতার স্মৃতিচারণ।
মুজিব মানে পথের দিশা
অন্ধকারে বাতি,
...