‘সাহস বাড়াই’-ইউনুস আলীর ছড়া


সাগর-নদী বললো আমায় ডেকে
“কাঁদো তুমি চাদরে মুখ ঢেকে
এই আগস্টে শহীদ হলেন নেতা
নাই কি তোমার আদৌ দুঃখ ব্যথা?”

বললাম আমি-” দুঃখ-ব্যথা আছে
জলও আমার চোখের ভেতর নাচে
শোক প্রকাশে লাভ কি হবে বলো?
শোকটা ছেড়ে সাহস নিয়েই, চলো।

SUMMARY

1988-1.png