আগস্ট এলেই বাঙালীরা
কেঁদে মরে শোকে
আগস্ট এলেই রক্ত ঝড়ে
শত মায়ের বুকে।
বঙ্গবন্ধু সোনার বাংলার
খাটি সোনা ছিলেন
সেই খাটি সোনা করল ধ্বংস
শকুন নামের ভিলেন।
আগস্ট এলেই চেতনারা
আবার উঠে জেগে
আগস্ট এলেই তীব্র ঘৃণায়
আবার উঠি রেগে।
ধিক্কার সেই কাপুরুষদের
অন্যায় ভাবে মারল যারা
শোকে আজো জর্জরিত
বাঙালীরা মুজিব হারা।
আগস্ট এলেই বাঙালীরা
কেঁদে মরে শোকে
আগস্ট এলেই রক্ত ঝড়ে
শত মায়ের বুকে।
বঙ্গবন্ধু সোনার বাংলার
খাটি সোনা ছিলেন
সেই খাটি সোনা করল ধ্বংস
শকুন নামের ভিলেন।
আগস্ট এলেই চেতনারা
আবার উঠে ...