সব ক্ষমতার সিঁড়ি বেয়ে
উঠলো কারা জাতে ?
মূলধারাতে কষ্ট ভীষণ
বুকের ধারাপাতে ।
পিতা তুমি শুনতে কি পাও
তৃণ মুলের বিলাপ ?
কান্না জলে জমাট বাঁধা
জড়িয়ে তোমার গিলাপ ।
একাডেমী ক চিন্তাগুলো
শোক দিবসে ফুটুক ,
জয়বাংলার জয়ধ্বনি
ভেসে ভেসে উঠুক ।
সব ক্ষমতার সিঁড়ি বেয়ে
উঠলো কারা জাতে ?
মূলধারাতে কষ্ট ভীষণ
বুকের ধারাপাতে ।
পিতা তুমি শুনতে কি পাও
তৃণ মুলের বিলাপ ?
কান্না জলে জমাট বাঁধা
জড়িয়ে তোমার গিলাপ ।
একাডেমী ক চিন্তাগুলো
...