সশ্রদ্ধ সম্মানে নত মস্তক
তোমারি স্মরণে
তব সংবর্ধনায় পুষ্পক
সংগ্রামী চরণে।
শোকাহত এই বাঙালি
তোমারি শূন্যতায়
দু চোখে লোনা জল কালি
ঘিরেছে নিঃস্বতায়।
ক্রন্দনভারি সমীর বহে
তোমারি সন্ধানে
তোমার স্মৃতি ভোলার নহে
রাজসাক্ষ্য চন্দানে।
মহাকালের নায়ক তুমি
বীর বাঙালির পিতা
যুগ বাদে যুগ থাকবে তুমি
অমলিন সুর কথা।
সশ্রদ্ধ সম্মানে নত মস্তক
তোমারি স্মরণে
তব সংবর্ধনায় পুষ্পক
সংগ্রামী চরণে।
শোকাহত এই বাঙালি
তোমারি শূন্যতায়
দু চোখে লোনা জল কালি
ঘিরেছে নিঃস্বতায়।
ক্রন্দনভারি সমীর বহে
তোমারি সন্ধানে
তোমা...