‘বিন্দু থেকে সিন্ধু’-মৃণাল কানতি দাস

বিন্দু থেকে সিন্ধু
নীরব শোকে কাঁদছে কেবল তোমাতে, বঙ্গবন্ধু।
কতকাল হলো কাব্য শুনিনা,কতকাল নেই সুর
কতকাল গেল মেঘের ত্রাসে,গ্রাস হলো রোদ্দুর।
কতকাল গেল মধুমতি বুকে,কেবল জাগছে চর
পানকৌড়ির মৃতদেহ ভাসে,মেঘনা নদীর পর

কোকিল গায় না,শালিক চায় না,চোঁখ বুজে বসে রয়
কতকাল হলো দোয়েল পাখির,বুকেতে জমছে ভয়।
কৃষ্ণচুড়ার রংচঙা দেহে,বৃষ্টির ছোয়া লেগে ;
বর্ণহারা ; কোয়েল পাখির রাত কাটে জেগে জেগে।
কতকাল গেলো চিৎকার করে কাঁদতে পারেনি নদী
বুকের ভেতর যন্ত্রনা স্রোত, বয়ে চলে নিরবধি।
পাপিয়া গায় না গান…
কতকাল তুমি ঘুমিয়ে রয়েছো,মুজিবুর রহমান।

ধানমন্ডির লেকের ধারে,একটি অশ্বথ গাছ
শেখড় হারা দুঃসহ গাঁথা,সেওতো করছে আঁচ
সেওতো করেছে নীথর চঁক্ষে,তোমাতে অশ্রুপাত
কতকাল হলো নেমেছে আধার,বাকশাল হওয়া রাত
আঙ্গুল উঁচিয়ে কতকাল হলো,বাঙ্গাল বলেনি কথা
কতকাল গেল শিরদাঁড়া বেয়ে,কাঙাল তোলেনি মাথা
বহুযুগ গেল ফিদেল কাস্তো, খুঁজে ফিরে হিমালয়
আবীরখেলা আশ্বিন আকাশ,লুফেছে অন্ধ কালোয়।
রেসকোর্স ময়দান…
কতকাল গেল খুঁজছে তোমায়; মুজিবুর রহমান।
একদা…
তোমার ইঙ্গিতে বৃষ্টি ঝরেছে,তোমার ভঙ্গিতে রোদ
তোমার সঙ্গীতে সৃষ্টি নেচেছে,দেখেছে শিবাজী ক্ষুদ
তোমার হুংকারে বঙ্গোপসাগর,কেম্বে দিয়েছে হানা
কচছ কেঁপেছে ওমান সাগর,আঁচড়ে ভেঙেছে ডানা
চিত্রা-লাহোর-করাচি-কালাত, ভয় ভয় চোঁখে দেখে
কি করে একটি মানচিত্রে,নিজেকে নিয়েছো এঁকে।
আজ…
সে মানচিত্র জ্বলজ্বল করে,তোমার রক্ত লেগে
কতকাল গেল ফুটেনি তারকা, ছুটেনি উল্কা বেগে
শাসন-ত্রাসন-সংহার ভুলে,কবিতা লিখেনি কবি
কতকাল গেল পূর্ব গগনে, উদিত হয়নি রবি।
দ্বীনরা পায় নি দান…
কতকাল হলো লুকান্তরে, মুজিবুর রহমান।

জাতির ভাগ্যে নেমেছে দুঃখ,তাঁতীর ভাগ্যে তালা
বাতির নীচে জমেছে আঁধার, শিল্পেরা সিনগালা
রাষ্ট্র যন্ত্র বিকল হচ্ছে, ক্রমশো মরিচা ধরে
স্বপ্নের মত বঙ্গপিতা কবু যদি আসো ফিরে
কাঁদছে সংবিধান…
যদি পারো তুমি দেখে যাও এসে,মুজিবুর রহমান।

এমন একটা মানচিত্রের,তুমি কি এঁকেছ ছবি
সোনার আদলে দেনার কাব্য,লিখবে দৈন্য কবি
ভিখারি ফিরবে দ্বার হতে দ্বারে,শূণ্য থালা হাতে
ধর্মের ভেদে যুদ্ধ চলবে,ছোট জাত বড় জাতে
হীন হয়ে যাবে লীন হয়ে রবে,মনুষ্যত্বের গান
বাঙালি মারতে বাঙালিরা রোজ,অস্ত্রে লাগাবে শান
হানাহানি রবে,জানাজানি হবে,বাঙালির দিন শেষ
একাত্তরের বীরগাঁথা কথা ভূলবে বাংলাদেশ।
হবে, মুক্তিযুদ্ধ ম্লান…?
এই দেশে তবু ভেবেছো কি কবু,মুজিবুর রহমান ?

SUMMARY

1984-1.png