‘মুজিব খুঁজি’-ইমরান হুসেন শাহরিয়ারের ছড়া
তুমি ছিলে দেশের দিশা
তাইতো তোমায় খুঁজি গো
তোমার এই বিয়োগ ব্যথা
আমরা আজও বুঝি গো।
.
তুমি এই নেতা গো
সব কিছুতো জানতে
সুখে তুমি হাসতে সবার
দুখে আবার কাঁনতে।
.
তোমায় আজও খুঁজে সবাই
পায়না কেন ও মুজিব
আসবে কিগো ফিইরা
তুমি একটুখানি কও মুজিব।
তুমি ছিলে দেশের দিশা
তাইতো তোমায় খুঁজি গো
তোমার এই বিয়োগ ব্যথা
আমরা আজও বুঝি গো।
.
তুমি এই নেতা গো
সব কিছুতো জানতে
সুখে তুমি হাসতে সবার
দুখে আবার কাঁনতে।
.
তোমায় আজও খুঁজে সবাই
পায়না কে...