‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর’-মাহবুব এ রহমানের ছড়া


তেজোদৃপ্ত ভাষণে যার
সাতকোটি লোক জাগে
সবুজ-শ্যামল সোনার দেশটা
পেলাম রে যার ত্যাগে।
.
যার কারণে আমরা এখন
একটি স্বাধীন জাতি
বিশ্বজুড়ে ছড়িয়ে আছে
হাজার রকম খ্যাতি।
.
জেল-জুলুমে যান নি দমে
করতে প্রতিবাদ
নেতৃত্বে যার পেলাম সবে
স্বাধীনতার স্বাদ।
.
সবাই চিনে তাকে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর
আমরা বলি যাকে।
.
এখনো যার ভাষণ শোনে
হৃদয় ও মন ভরে
বাঙালিরা চির দিনই
রাখবে তাকে স্মরে

SUMMARY

1982-1.png