‘শেখ মুজিব’-আফতাব আহমাদ সুইটের ছড়া


স্বপন হাজার ছিল
যেই মানুষের হৃদে
শোকে আজ ক্ষত
যাতনে বুক বিঁধে।

সচেতন ও সাহসী
দিকপাল লোক
পনের আগস্টে-ই
পালনীয় শোক।

দেশ মুক্তির চেতনা
ময়দানে বীর
জাগুক ঐ চেতনায়
ফের ধরনীর।

তিনি আর কে হোন
গুণে তো আজীব
বসুধায় মোহনীয়
শেখ মুজিব।

SUMMARY

1980-1.png