নিত্য নতুন কাজে মোদের
আছে ভীষণ ঝোঁক
আগস্ট এলেও ভুলে যে যাই
বঙবন্ধুর শোক।
অসহায়দের কাছে নিতেন
মিষ্টি করে হেসে
তিনি ছিলেন জাতির নেতা
দল-মত নির্বিশেষে।
ভালবাসার মূল্য দিলাম
বুকে ছুঁড়ে গুলি
মনে লাগে কষ্ট শুনে
হায়ানাদের বুলি।
হাজার বছর চলে গেলেও
পাবো কি আর তাকে
মুজিব তুমি থাকবে সদা
এই হৃদয়ের বাঁকে।
নিত্য নতুন কাজে মোদের
আছে ভীষণ ঝোঁক
আগস্ট এলেও ভুলে যে যাই
বঙবন্ধুর শোক।
অসহায়দের কাছে নিতেন
মিষ্টি করে হেসে
তিনি ছিলেন জাতির নেতা
দল-মত নির্বিশেষে।
ভালবাসার মূল্য দিলাম
বুকে ছুঁড়...