“মহা-মান‌বের প্রস্থান”-শাহ্ মো. আলমগীর

মহা-মান‌বের মহা-প্রস্থানে অাজ
বল জয় বাংলা,ফে’ল চো‌খের পা‌নি।
এই বাংলার অাকা‌শে বাতাশ‌ে,
সেই রূপকার অা‌ছে মি‌লে মি‌শে
অাজও তার নাম শু‌নে জা‌তি উঠে র‌ণি।
সে যে‌ শঙ্কচিল ঐ ধান শা‌লিকের বে‌শে
উ‌ড়ে এসে‌ছিল এ জা‌তির অভাগা দেশে
সে জু‌ড়ে ব‌সে‌ছিল,‌মো‌দের ভাল‌বে‌সে‌ছিল!
সে দে‌খে‌ছিল,‌মো‌দের দে‌খি‌য়ে‌ছিল!
সে শি‌খে‌ছিল,‌মো‌দের শিখি‌য়ে‌ছিল!
সে জে‌গেছিল,‌মো‌দের জা‌গি‌য়ে‌ছিল!


মহা-মান‌বের মহা-প্রস্থানে অাজ
বল জয় বাংলা,ফে’ল চো‌খের পা‌নি।
এই বাংলার অাকা‌শে বাতাশ‌ে,
সেই রূপকার অা‌ছে মি‌লে মি‌শে
অাজও তার নাম শু‌নে জা‌তি উঠে র‌ণি।
সে যে‌ শঙ্কচিল ঐ ধান শা‌লিকের বে‌শে
উ‌ড়ে এসে‌ছিল এ জা‌তির অভাগা দেশে
সে জু‌ড়ে ব‌সে‌ছিল,‌মো‌দের ভাল‌বে‌সে‌ছিল!
সে দে‌খে‌ছিল,‌মো‌দের দে‌খি‌য়ে‌ছিল!
সে শি‌খে‌ছিল,‌মো‌দের শিখি‌য়ে‌ছিল!
সে জে‌গেছিল,‌মো‌দের জা‌গি‌য়ে‌ছিল!
সে গ‌ড়ে‌ ছিল নীড়,সা‌ড়ে সাত কো‌টি বাঙ্গালীর
হৃদ‌য়ে স্ব‌প্নের জালবু‌নি।
জা‌নেনা বিশ্ব,অামরা হ‌য়ে‌ছি নিঃস্ব
হা‌রি‌য়েছি সেই গে‌ৗরব,‌সেই মহাবীর,
যার সীমাহীন মহ‌ত্তে,সপ্ন,ত্যাগ ও বীর‌ত্বে,
মে‌ারা এই বি‌শ্বে উচ্চ ক‌রিয়া‌ছি শির।
অাজ ক্ষমা কর মো‌দের, ক্ষমা কর হে-পিতা
শুনাইব পড়ে সবাই বাই‌বেল কোর্-অান গীতা
ভু’ল ভু’ল সেই অ‌ভিমান,ভু’ল দুঃখ,কষ্ট,স্মৃতি
আজ সাঁজাবো তোমায় অ‌র্গে ঢেলে সকল ধর্মের রীতি‌।
তোমায় হ‌রি‌য়ে,বুক ভা‌সি‌য়ে,কেঁদে‌ছে বাংলা জননী
স্নেহে ও য‌ত্নে,লা‌লিত স্ব‌প্নে,তার অাপন কে আর অম‌নি।
আজও তোমার সেই সু-মধুর,গলা ভরা সুর
ঝংকা‌রে এই গগ‌নে,পব‌নে,জ‌মি‌নে
প্র‌তিচ্ছ‌বির দর্প‌নে অাজ অামরা আবার যেন,
তোমা‌রী ফি‌রে অাসার ডাক শু‌নি।
য‌দি অাবার অ‌া‌সি‌তে ফি‌রে,হে-‌নেতা হে-মু‌ক্তিদাতা
মানুষ ক‌রি‌তে মো‌দের,
উজার ক‌রে মোরা ব‌লিদান হতাম,
সু‌যোগ পেতাম,‌ তোমারী ত‌রে ঋণ শো‌ধের।
অাজ অামরা অশ্রু জ‌লে সেই অাশা‌তেই দিনগু‌নি।
সে গ‌ড়ে‌ ছিল নীড়,সা‌ড়ে সাত কো‌টি বাঙ্গালীর
হৃদ‌য়ে স্ব‌প্নের জালবু‌নি।
জা‌নেনা বিশ্ব,অামরা হ‌য়ে‌ছি নিঃস্ব
হা‌রি‌য়েছি সেই গে‌ৗরব,‌সেই মহাবীর,
যার সীমাহীন মহ‌ত্তে,সপ্ন,ত্যাগ ও বীর‌ত্বে,
মে‌ারা এই বি‌শ্বে উচ্চ ক‌রিয়া‌ছি শির।
অাজ ক্ষমা কর মো‌দের, ক্ষমা কর হে-পিতা
শুনাইব পড়ে সবাই বাই‌বেল কোর্-অান গীতা
ভু’ল ভু’ল সেই অ‌ভিমান,ভু’ল দুঃখ,কষ্ট,স্মৃতি
আজ সাঁজাবো তোমায় অ‌র্গে ঢেলে সকল ধর্মের রীতি‌।
তোমায় হ‌রি‌য়ে,বুক ভা‌সি‌য়ে,কেঁদে‌ছে বাংলা জননী
স্নেহে ও য‌ত্নে,লা‌লিত স্ব‌প্নে,তার অাপন কে আর অম‌নি।
আজও তোমার সেই সু-মধুর,গলা ভরা সুর
ঝংকা‌রে এই গগ‌নে,পব‌নে,জ‌মি‌নে
প্র‌তিচ্ছ‌বির দর্প‌নে অাজ অামরা আবার যেন,
তোমা‌রী ফি‌রে অাসার ডাক শু‌নি।
য‌দি অাবার অ‌া‌সি‌তে ফি‌রে,হে-‌নেতা হে-মু‌ক্তিদাতা
মানুষ ক‌রি‌তে মো‌দের,
উজার ক‌রে মোরা ব‌লিদান হতাম,
সু‌যোগ পেতাম,‌ তোমারী ত‌রে ঋণ শো‌ধের।
অাজ অামরা অশ্রু জ‌লে সেই অাশা‌তেই দিনগু‌নি।

SUMMARY

1978-1.png