‘মুজিব মানে’-বশির আহমদ জুয়েলের ছড়া
মুজিব মানে মুক্ত বাতাস
মুজিব মানে হাসি
মুজিব মানে মুক্ত স্বদেশ
স্বাধীনতার বাঁশি।
মুজিব মানে সোনার বাংলা
মুজিব মানে রাশি
মুজিব মানে জয় বাংলা
আমরা ভালোবাসি।
মুজিব মানে শোকের আগস্ট
মুজিব মানে ফাঁসি
মুজিব মানে রক্ত বন্যায়
খুনিরা যায় ভাসি।
মুজিব মানে মুক্ত বাতাস
মুজিব মানে হাসি
মুজিব মানে মুক্ত স্বদেশ
স্বাধীনতার বাঁশি।
মুজিব মানে সোনার বাংলা
মুজিব মানে রাশি
মুজিব মানে জয় বাংলা
আমরা ভালোবাসি।
মুজিব মানে শোকের আগস্ট
ম...