‘১৫ই আগস্ট’-শুয়েব আহমদ শওকতি

১৫ই আগষ্ট ১৯৭৫/সেই কালো অধ্যায়ের ধাপটে;
চূর্ণ-বিচূর্ণ বাংলার ইতিহাস ঐতিহ্য।
নি:শংষ হত্যার লেলিহানে ভারাক্রান্ত;
বাংলার বিধি-বিধান আর সংবিধান।
কুলাঙ্কার প্রেতাত্মার কষাঘাতে;
স্থম্ভিত ভয়ে কম্পিত বাঙ্গালির শ্বাস-নিশ্বাস।
হাজার বছরের শ্রেষ্ট মানব/বাঙ্গালির আত্মমর্যাদা ও আত্মপরিচয়ের অভিশেখ বঙ্গবন্ধু।
বাংলাদেশের মেরুদন্ড,স্থপতি,জাতির জনক;
যার বোদৌলতে স্বাধীন স্বার্বভৌমত্ত,মুক্ত স্বাধীন রাষ্ট্র/আমরা সেই গর্বিত জাতি।
শোক প্রকাশ করে ক্ষান্ত নয়,দেশ জাতির মূল্যায়নে সক্রিয়,একাগ্রহ চিত্তে বলিষ্ঠকন্ঠে,একোনিষ্ঠ।
আপুষহিন বীর সৈনিক নির্ভীক/বীর বিক্রম মোরা বাঙ্গালি।চিরতরে ঘৃনা করি দেশদ্রুহি,যুদ্ধাপরাধী।হৃদয়ে মোদের বাংলার পবিত্র মাটি।মায়ের ভাষা,মাতৃ ভূমি।
যতক্ষন হবেনা সনাক্ত ওদের বিচার,বাঙ্গালি বাংগালি নয়/কাপূরুষ হিনজন্তু সমতুল্য।
১৫ই আগষ্টের ব্যদনা বহৃর শিখায় জ্বালিয়ে দাও/পরাধীন কুসংষ্কার,দেশ দ্রুহি সৈরাচার।
দেশ-জাতির হৃদপিন্ডে স্পন্দিত হউক জয় বাংলার ধ্বনি-প্রতিধ্বনি।
দেশ প্রেমের রুষানলে প্রকম্পিত বাংগালির রন্দ্রে রন্দ্রে।শিরা-উপশিরা ধমনী-মেরুদন্ডে।
আগষ্টের কলঙ্ক বিমূচনে গর্জে ওঠ সমগ্র জাতি।আবার সংগঠিত করো মুক্তিবাহিনী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধূ,জয় বাংলাদেশ।

SUMMARY

1974-1.png