আমরা বলি মুসলামানে
আমার পিতা ইবরাহিম
এই উপাধি দিয়েছিলেন
সবার প্রভু খোদ রাহীম।
আমরা আছি ভুল করে ও
ইতিহাসটা না জেনে
মুজিব পিতা বাঙ্গালির-ই
এই কথাটা না মেনে।
পিতা আছেন মুসলমানের
এবং আছেন বাঙ্গালির
পিতা আছেন সব জাতির ই
এবং আছেন কাঙ্গালির।
মুসলমান তো ধরম জাতি
বাংলাদেশী জাতীয়তা
আপন স্বজন বুঝতে বুঝে
আছে ফারাক আত্মীয়তা।
মুসলমান ও জাতি আছে
আছেন তারও পিতা যে
বাঙ্গালির ও আছেন পিতা
অস্বীকারের কি তা যে?
তাইযে আমি জানান দিলাম
সবার পিতা শেখ মুজিব
আজ হতে ভাই জাতির পিতা
এক-ই সাথে লেখ মুজিব।
আমরা বলি মুসলামানে
আমার পিতা ইবরাহিম
এই উপাধি দিয়েছিলেন
সবার প্রভু খোদ রাহীম।
আমরা আছি ভুল করে ও
ইতিহাসটা না জেনে
মুজিব পিতা বাঙ্গালির-ই
এই কথাটা না মেনে।
পিতা আছেন মুসলমানের
এবং ...