‘জাতির পিতা’-ইমন শাহ্‌ এর ছড়া


কার ইশারায় জাগলো মানুষ
স্বাধীন হলো দেশ
কার কারণে দেশের ভিতর
মুক্ত পরিবেশ?

কোন মানুষটা মিশে আছে
বাংলাদেশের-
আকাশ নদী পাহাড়ে,
বল তো শুনি নামটা কি তার
কে কে চিনিস তাহারে?

এই মানুষটা সবার সেরা
সর্বশ্রেষ্ঠ বাঙালী
এই মানুষটা মা-মাটি আর
মানব প্রেমের কাঙালি।

এই মানুষটি জাতির পিতা
শেখ মুজিবর রহমান
আছেন তিনি সবার হৃদে
নদীর মত বহমান।

SUMMARY

1972-1.png