‘সম্ভাবনা’-আকরাম ছাবিত


তোমরা সবাই ঘাতক যারা
মারলে রাতে এক মুজিবুর,
কিন্তু দেশের ঘরে ঘরে
তৌরি হবে শেখ মুজিবুর।

শেখ মুজিবুর আসবে আবার
এই হলো হরদম ভাবনা,
কিশোর গুলো মুজিব হবে
ভবিষ্যতের সম্ভাবনা।

SUMMARY

1968-1.png