পদ্মার জল করে টলমল
পাখিদের ঠোঁটে গান অবিরল
নদীবুকে বাঁজে জলকলতান,
শুধু তুমি নেই বঙ্গবন্ধু –
শেখ মুজিবুর রহমান।
তোমার বাংলা তোমার মানুষ
সব কিছুই ঠিকঠাক আছে,
তোমার দেশের স্বাধীন আকাশে
ডানামেলে সব পাখিরা নাচে,
ভোরের দুয়ারে বেঁজে ওঠে শুনি
শিশুদের কলতান,
শুধু তুমি নেই বঙ্গবন্ধু –
শেখ মুজিবুর রহমাম।
আমরা তোমায় ভুলিনি কেহই
এ জাতির তুমি পিতা,
শ্রদ্ধায় তুমি, ভালবাসা তুমি
স্বদ্যজাত কবিতা।