যখন আমি বুক ভরে নেই
স্বাধীন দেশের হাওয়া
স্বর্গ সুখের চাইতে বেশি
সুখটাকে হয় পাওয়া।
এমনতরো সুখটা এনে
দিলো মুজিবর
তাঁর কারণেই স্বাধীন দেশে
হয় প্রতিদিন ভোর।
যখন আমি মায়ের ভাষায়
হেসে কথা বলি
কিংবা গাঁয়ের ধূলিমাখা
মেঠোপথে চলি
স্বর্গ সুখে ভরে উঠে
তখন আমার বুক
কৃতজ্ঞতায় চোখে ভাসে
শেখ মুজিবের মুখ।
যখন আমি বুক ভরে নেই
স্বাধীন দেশের হাওয়া
স্বর্গ সুখের চাইতে বেশি
সুখটাকে হয় পাওয়া।
এমনতরো সুখটা এনে
দিলো মুজিবর
তাঁর কারণেই স্বাধীন দেশে
হয় প্রতিদিন ভোর।
যখন আমি মায়ের ভাষায়
হেসে কথা ব...