আগস্ট মাসের পনেরো তারিখ/
পুব দিগন্তে লাল,/
সুর্য বলে রঙ ছাড়া হই/
থাকবো চিরকাল।/
আকাশ বলে আমি শোকে/
ঘন কালো মেঘ,/
বুকে জমাট কষ্ট গুলো/
একটু ছুঁয়ে দেখ।/
নদী বলে জল কলকল/
বইবো না আর তব,/
পশু-পাখি বৃক্ষরাজি/
কষ্টে কাটে ভব।/
পঁচাত্তর এর পনেরই আগষ্ট,/
থেকে দিবস রাতি,/
কাঁদতে থাকে আজও সবে/
কাঁদে পুরো জাতি।/