‘রক্তমাখা ১৫’ই আগস্ট’-সাইদুর রাহমান

রক্তমাখা ১৫’ই আগস্ট,
হৃদয়ের এক শেষ ঘৃণা।
ঘৃণিত সেই ঘৃণ্য জাত
যেখানে যাদের দ্বারা নিভেছিল আলো,
স্তব্ধ হয়েছিল স্বাধীনতার হাত।
হৃদয়ের এক শেষ ঘৃণা
ঘৃণিত সেই ঘৃণ্য জাত,
যেখানে যাদের দ্বারা জাতি হারিয়েছিল বাংলার শেকড়
সংগ্রামী নেতার উজ্জ্বলিত বাত।
হৃদয়ের এক শেষ ঘৃণা
ঘৃণিত সেই ঘৃণ্য জাত
যেখানে যাদের দ্বারা শোকাবহ
বাংলার মাট,ঘাট হাট।
রক্তমাখা ১৫’ই আগস্ট,
জাতি কেঁদেছিল,কেঁদেছিল বাংলার আকাশ বাতাস।
কেঁদেছিল সংগ্রামী নেতার হৃদয়ের আবাস।
একটাই নক্ষত্র যার গতি হাজারো ধূমকেতুর উর্ধ্বে,
যার দ্বারা জন্ম এই ভূমি
যার মান হিমালয়ের শির্ষে।
শেখ মুজিব তুমি বাংলার সাড়া জাগানো নব নব প্রান,
তুমি আমার আকাশে, আমার হৃদয়ে এক রাশি উজ্জ্বল সম্মান।

SUMMARY

1964-1.png