‘শেখ মুজিবুর আছে’-সাঈদ সাহেদুল ইসলামের ছড়া
মুজিবপাতায়
খাতায়
সুনীতি যে হাতায়
সে তো ঠিকই ছায়া পাবে
বঙ্গবন্ধুর ছাতায়।
খুনি যারা
তারা
আজও ঘৃণার দ্বারা
পিষ্ট হবেই; নয় ইতিহাস
জাতির পিতা ছাড়া।
পিতার রীতি
নীতি
আদর্শ- সম্প্রীতি
বুকের ভেতর লালন করে
স্মরণ করি স্মৃতি।
সব শুভদের কাছেই
শেখ মুজিবুর আছেই।
মুজিবপাতায়
খাতায়
সুনীতি যে হাতায়
সে তো ঠিকই ছায়া পাবে
বঙ্গবন্ধুর ছাতায়।
খুনি যারা
তারা
আজও ঘৃণার দ্বারা
পিষ্ট হবেই; নয় ইতিহাস
জাতির পিতা ছাড়া।
পিতার রীতি
নীতি
আদর্শ- সম্প্রীতি
...