বঙ্গদেশের অঙ্গে তুমি
আছো নানা রঙ্গে তুমি
ষোল কোটির সঙ্গে তুমি
তাকাও নিজের ঢঙ্গে তুমি
শেখ মুজিবুর শেখ-
আবার করো ব্যাক।
আকাশেরই নীলে তুমি
এই জনতার দিলে তুমি
থাকবে, আছো, ছিলে তুমি
আর করো না ডিলে তুমি
আবার করো ব্যাক-
শেখ মুজিবুর শেখ।
বঙ্গদেশের অঙ্গে তুমি
আছো নানা রঙ্গে তুমি
ষোল কোটির সঙ্গে তুমি
তাকাও নিজের ঢঙ্গে তুমি
শেখ মুজিবুর শেখ-
আবার করো ব্যাক।
আকাশেরই নীলে তুমি
এই জনতার দিলে তুমি
থাকবে, আছো, ছিলে তুমি
আর করো...