পচাঁত্তরের পনেরো আগস্ট কালো রাত্রি বেলা
শেখ মুজিবকে হত্যা করে খান সেনাদের ছেলা।
বঙ্গ বন্ধুর বংশবিনাশ বিনাশ দেশের মূলনীতি
হত্যা করে রাতারাতি পাল্টে গেলো রজনীতি।
খুনীরা পায় ব্যাক্তি স্বাধীন বুক ফুলিয়ে হাসে
ষড়যন্তের মহা নায়ক তাদের নিয়ে পাশে।
ইতিহাসের ঘৃণ্যতম স্বপ্ন মনে আকে্ঁ
বঙ্গ বন্ধু হত্যার বিচার রুদ্ধ করে রাখে।
মুজিব নামটি মূছে দিতে ব্যস্ত তারা্ ব্যস্ত
মূল ইতিহাস বিকৃতিতে ভাসছে সারা দেশতো।