তুমি ছিলে প্রতিবাদের এক মূর্ত প্রতীক-আলাউদ্দিন আদর


তুমি ছিলে প্রতিবাদের এক মূর্ত প্রতীক
তোমার কণ্ঠেই শক্তি পেতে ক্লান্ত পথিক!
ওরা তোমার যে নাম কেটে দিল ঢাবির খাতায়
বাঙ্গালী সে নাম লিখে নিল হৃদয়ের পাতায়!
তুমিই দেখিয়েছিলে একাত্তরে স্বাধীনতার স্বপন
প্রতিবাদের বীজ এ শ্যামল ভূমে করছো বপন!
সন্ধিতে ব্যর্থ পাকিরা তোমায় বন্দি করে জেলে
মুক্তির সংগ্রামে লক্ষ জনতা বুকের রক্ত দিল ঢেলে!
অবশেষ, বিজয়ে সূর্য ঊদিত হল বাংলার আকাশে
লাল সবুজের পতাকাটি তুলে দিল সবে তোমার সকাসে!
তোমায় ঘিরে ছিল কতক প্রতারক চোরের দল
চুয়াত্তরের দুর্ভিক্ষে দেখেছি তোমার চোখেও জল!
পঁচাত্তরে তোমায় হারিয়ে হারিয়েছি অমূল্য রতন
তাই,বছর ঘুরে আগষ্ট এলেই কাঁদে মন…

SUMMARY

1960-1.png