এখানে আলোর মেলা, ডাকে এক সবুজ বিভায়
অমর মাটির বুকে জেগে থাকে মুজিবের নাম
কে এসে দাঁড়ায় হাতে নিয়ে সেই চিত্র প্রণাম
আমি দেখি ভোর থেকে ঢেউ উঠে ঝড়ের সভায় ।
আর লিখে লালে লালে প্রাণপ্রিয় অক্ষরের মায়া
আগস্টের মধ্যরাতে ঘাতকের ঘন-কালো চোখ
তছনছ করেছিল যে স্মৃতি-স্বপ্ন প্রমুখ
কেউ কি পেরেছে দিতে, মুছে সেই মহীরুহ ছায়া।
প্রজন্ম আজও তো খুঁজে আন্তর্জালে তাঁর কররেখা
মার্চের মহাকাব্য পড়ে পড়ে নদী যায় গন্তব্যে তার
মুক্তির আলো খুঁজে মানুষেরা- দিশা’র প্রকার
চন্দ্রও অনুভবে দেয় জ্যোতি, ভররাতে একা।
শালুকের রঙে আর দোয়েলের দু’টি চোখ জুড়ে
এখনও সেই বিভা জাগে,পলাশ-শিমুলে উড়ে উড়ে।