হরিধানের গল্পটা মনে আছে?
পঙ্খানুপঙ্খ আমারও মনে নেই
তবে সারমর্ম টুকু অবশ্যই
এক খণ্ড আমনের জমিতে মাটি ফুঁড়ে আগাছার সাথে
মাথা উঁচু করে হৃষ্ট-পুষ্ট এক আগাছা
তিরতির কাঁপছিল আসন্ন শীতের মিষ্টি বাতাসে
কাঁপছিল নিজের অস্তিত্ব বিনষ্টের অজানা আশঙ্কায়
ঝিনাইদহের হরি, উপড়ে ফেলতে গিয়েও কেন যেন উষ্ণতা দিলেন
কিছুদিন পর নি:সন্তান হরির হাত র্পূণ হলো একমুঠো ধানে
সেই হলো হরিধান
বড় দু:সময় গেছে বাহান্ন,একাত্তোর,পচাঁত্তোর,
এমনি ভাবে নব্বই-ওয়ান ইলেভেনে
দু:সময় এখনো
পাঁচ বছর কাড়াকাড়ি ভাগাভাগি
হরতালে হরতালে হালভাঙ্গা বেসুর বেতাল
বিশ্বের মানচিত্রে আমাদের ভূমি
বারংবার কাটাছেঁড়া সংবিধানে পালাক্রমে হাত বদলে
আর কত
জেনারেল এর উর্দি পরিহীত কোন জাপা জাতীয়তাবাদ নয়
নয় উগ্র জঙ্গী মতবাদী পথভ্রোষ্ট মগজ ধোলায় কৃত কোন নেতা
নয় বিকল্প ধারায় ছিটকে এসে প্রবাহিত হওয়ার প্রয়াশ
যদি উচ্ছৃষ্ট খেয়ে অনাহারে অবহেলায় হৃষ্টপুষ্ট সন্তান জন্ম নিতো
কোন মায়ের জরায়ূ জমিনে
র্পূণ দেশাত্ববোধে যদি মাটি ফুঁড়ে রাতারাতি গজিয়ে উঠত
এক মুঠো হরিধান
যদি মাটির ঘ্রাণ মেখে জন্ম নিতো আবার
কোন এক শেখ মুজিবুর রহমান
যদি আপষহীন নেতার মত বলতেন
এবারের সংগ্রাম
স্বাধীনতা রক্ষার সংগ্রাম
যদি আবার ফিরে পেতাম
শেখ মুজিবুর রহমান।