মুজিব মানে বাংলাদেশ-চন্দ্রশিলা ছন্দা


আগষ্ট এলে শোকের মাতম আগষ্ট কেন আসে
আগষ্ট এলেই বাংলা আমার চোখের জলে ভাসে
আকাশ ভাঙে বুকটি যে তার শরৎ না কি তাই
আকাশ কাঁদে বাতাস কাঁদে আমার মুজিব নাই!

মুজিব আছে ফুলের গন্ধে সূর্যোদয়ের লালে
মুখরিত পাখির গানে মিষ্টি খুকির গালে
ভোরের বাতাস সর্ষে ক্ষেতে ছড়ায় হলুদ হাঁসি
মুজিব মানেই স্বদেশ আমি-দেশ কে ভালোবাসি

SUMMARY

1957-1.png