পাশে মধুমতি, নিচু জলাভূমি
সবুজ সবুজ গ্রাম
তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা
দূরে গেছে পথ সবুজেই আঁকা
বয়ে নিয়ে গেছে ভালোবাসা মাখা
তোমারই প্রিয় নাম।
সব পথ আজ মিলেছে এ পথে
শৈশবে দেখা স্বপ্নের রথে
সে রথের চাকা থেমেছে যে আজ
টুঙ্গিপাড়ায় এসে
তোমায় ভালোবেসে।
বৈকুন্ঠের মুখে হাসি নেই
হাসি মুছে গেছে পচাত্তরে
পেতেছে শয্যা তোমার পাশেই
সময় ফেরাতে পারেনি ওরে।
আজ বৈকুন্ঠ সদা সতর্ক
তোমার পাশেই কাটায় রাত্রিদিন
বৈকুন্ঠের বুকের ভেতর
আজও দুঃখের বীণ
বাজে আর বাজে করুন কাহিনী
শুনে প্রজন্ম অনুভব করে
তুমি যে মহানুভব
কানে ভাসে আজ রক্তমাখা
পচাত্তরের রব……।
খোলা মাঠ থেকে বাতাস এসে
আদর বুলায় হেসে হেসে
বলে,
ফিরে যাও, বুকের ভেতর
রেখো ভালোবাসা আর
বিশ্বাস রেখো প্রকৃত বাঙালী
কখনো মানে না হার।