রক্তে ভেজা রাত-চন্দনকৃষ্ণ পাল


সে রাতটার আঁধার ছিলো
অনেক বেশি কালো,
মুখ ঢাকলো চাঁদ ও তারা
আকাশে নেই আলো।

চোখের জলে ভেসে গেলো
সকল নদ ও নদী
থমকে গেলো তীব্র বাতাস
বয়যে নিরবধি!

পাখ-পাখালি চোখের জলে
জানায় সবাইকেই
বঙ্গবন্ধু মুজিব জেনো
আরতো বেঁচে নেই।

পনেরো আগষ্ট পচাত্তরে
রক্তে ভেজে রাত
বাংলা থেকে হারিয়ে গেলো
মুষ্ঠিবদ্ধ হাত।

SUMMARY

1955-1.png