‘মুজিব মুজিব নাম’-রব্বানী চৌধুরী
ফেটে যায় অম্বর
বত্রিশ নম্বর !
মুজিবের লাশ
কেঁদে ওঠে বাংলার
নদী মাটি ঘাস!
জালিমের চোখ
একুশ বছর চলে
নীরবেই শোক !
ইতিহাস মরে না
মুজিব মুজিব নাম
মন থেকে সরে না।
ফেটে যায় অম্বর
বত্রিশ নম্বর !
মুজিবের লাশ
কেঁদে ওঠে বাংলার
নদী মাটি ঘাস!
জালিমের চোখ
একুশ বছর চলে
নীরবেই শোক !
ইতিহাস মরে না
মুজিব মুজিব নাম
মন থেকে সরে না।