‘জাতির জনক’-আমিনুর রহমান নিরব


টুঙ্গি পাড়ায় বাড়ি ঘর
স্বপ্নে বিভোর রাত ভর,
দেশটা গড়বে “কারিগর”
কে সে? শেখ মুজিবর।

টুঙ্গি পাড়ার ছোট্ট ছেলে
বড় হলে ভরলো জেলে,
কি কারণ? “লড়বে”
সোনার বাংলা গড়বে।

মানবে না জুলুম শাষণ
ডাকে স্বাধীনতার ভাষণ,
শুনেনি কে?”ঘাতক”
তাই যত্তো নাটক।

ভাঙ্গবে না হটবে না

থাকিবে সে শক্ত টনক,

রক্ত দিলো প্রাণও দিলো

বলো কে?”জাতির জনক”।

SUMMARY

1953-1.png