‘খোকা’-জাহাঙ্গীর আলম জাহান
মায়ের খোকা বাবার খোকা
খোকা পাড়া-পড়শিদের
তাক লাগিয়ে দিল খোকা
অপরিণামদর্শীদের।
সেই খোকাটাই মুজিব হয়ে
তর্জনি যেই তুলল
এক ঘোষণায় বীর বাঙালি
প্রাণের মায়া ভুলল।
খোকা থেকে জাতির জনক
হয় পৃথিবী নন্দিত
তার প্রেরণায় আজ বাঙালি
উদ্দীপনায় স্পন্দিত।
মায়ের খোকা বাবার খোকা
খোকা পাড়া-পড়শিদের
তাক লাগিয়ে দিল খোকা
অপরিণামদর্শীদের।
সেই খোকাটাই মুজিব হয়ে
তর্জনি যেই তুলল
এক ঘোষণায় বীর বাঙালি
প্রাণের মায়া ভুলল।
খোকা থেকে জাতির জনক
হয় প...