‘রক্তে কেনা ইতিহাসে ‘-রাশেদ রউফের


পুব আকাশে সূর্য ওঠে
রাত আকাশে চাঁদ
রাত্রিদিনের আজব খেলায়
এ বড় সংবাদ।

জ্বলতে জ্বলতে নিভতে থাকে
নিভতে নিভতে জ্বলে
কখনো হয় তীক্ষ্ণ প্রখর
কখনো টলটলে।

কিন্তু দেশের এই আকাশে
এমন গ্রহ আছে
লক্ষ মনে নাচতে থাকে
লক্ষ মনে নাচে।

সেই গ্রহটি বঙ্গবন্ধু
মুজিব রহমান
রক্তে কেনা ইতিহাসে
তাঁর কথা অম্লান।

SUMMARY

1950-1.png