একটি কণ্ঠ
একটি মানুষ শুধু আলোর পথে চলতো,
পাখির সাথি,ফুলের সাথি,
নদীর সাথি,কূলের সাথি।
শিশুর সাথি,সুখের সাথি
বাংলা মায়ের দুখের সাথি
একটি কন্ঠ স্বাধীনতার কথা বলতো।
এক যে কবি
এক যে কবি আশার আলোক লতার কবি,
সবুজ মাখা গাঁয়ের কবি,
মুক্তিসেনা ভায়ের কবি,
পালতোলা ঐ নায়ের কবি
বোনের কবি মায়ের কবি,
এক যে কবি প্রিয় স্বাধীনতার কবি।