মুক্তি পাগল মানুষ যখন
দিশেহারা হাঁটছিলেন ,
ছয় দফাতে মুক্তি সনদ
উচ্চ স্বরে পাঠ দিলেন ।
দফায় দফায় মুক্তি কথায়
লাখ জনতা জমছিলেন ,
কঠিন ভাষায় জানান দিলেন
মুজিব পাকির যম-ছিলেন ।
দুর্গ গড়ার ডাক দিয়েছেন
টুঙ্গীপাড়ার শেখ মজিব ,
ঝাকে ঝাঁকে দুর্গে আসে
লক্ষ কোটি প্রাণ সজিব ।
যুদ্ধ বাঁধে জলে স্থলে
মায়ের খোকন যুদ্ধে যায় ,
মুজিব নামে শপথ বুকে
সাত কোটি প্রাণ-শুদ্ধে আয় ।