‘হৃদয়ে মুজিব’-আবু সাঈদ রুপিয়ান


মুজিব শুধু ব্যক্তি যে নয়
আন্দোলন ও বটে,
নীল আকাশে নদীর জলে
গাঁথা স্মৃতি পটে।

ইতিহাসে স্ব মহিমায়
মুজিব ধ্রুবতারা,
এ দেশটা কি হতো স্বাধীন
বলুন মুজিব ছাড়া?

মুজিব কেবল নয় তো শুধু
ফ্রেমে বাঁধা ছবি,
মহাকালের মহানায়ক
বিপ্লবী এক কবি।

রক্তে,ভাষায়, বর্ণে তিনি
বাঙালী তো খাঁটি,
তার কাছে যে সবচে প্রিয়
এ দেশ মা ও মাটি।

মুজিব কেবল নয় তো শুধু
ব্যক্তি স্বাধীনচেতা,
ধ্যানে, গুণে সাম্যে তিনি
বীর সাহসী নেতা।

মুজিবকে তো যায় না ভাবা
শুধুই জাতির জনক,
যার প্রতিভা নড়িয়ে ছিল
পাক শাসকের টনক।

SUMMARY

1947-1.png