জাতির পিতা- লুৎফুর রহমান


বাংলাদেশের সব পোলাপান
দেশপ্রেমেতে ‘বেক মুজিব’
মারতে পারো তোমরা শালা
হাতে গোনা এক মুজিব।

মুজিব নামে আজো দেখি
কারো লাগে চুলকানি
তারা সেদিন চাইছে খেতে
জাতির পিতার কুলখানি।

শরম শরম পরম লাগে
তোদের এসব ফাল দেখে
মুজিব প্রথম জেগেছিলেন
পাইক্কাদের ওই চাল দেখে।

একটা মুজিব স্বদেশ আমার
এবং জাতির পিতাও
বাংলাদেশের পরাণ মুজিব
দেশ ও মাটির মিতাও।

SUMMARY

1946-1.png