বঙ্গ দেশের বন্ধু তুমি শেখ মুজিবুর রহমান
চাঁদ সূর্যের আলোর মতো তোমার কীর্তি বহমান।
বঙ্গ জাতি মুক্তি পেতে জীবন নিলে মুষ্টিতে
তোমার কথায় ধরলো কাঁপন পাক সেনাদের গুষ্টিতে।
ভয়ে তারা করলো আটক তোমার মতো নেতাকে
ক্ষোভে জাতি উঠলো ফুঁসে ভুলতে আটক ব্যাথাকে।
প্রতিশোধের এই চেতনায় শপথ নিলো বাঙালি
ধিক পাকিরা হিংস্র হয়ে রক্তে এদেশ রাঙালি।
জাগরণের ঢেউ থামাতে বুলেট বোমা পারলোনা
লক্ষ্য মানুষ প্রাণ হারালো কেউ তবু হাল ছাড়লোনা।
বঙ্গবন্ধু স্বাধীনতা এক মালাতে ফুলগাঁথা
বাঙালিরা বীরের জাতি করেনাতো ভুল যা-তা।