‘আগস্ট মানে’-সৈয়দ শরীফ


আগস্ট মানে কী?
-আগস্ট মানে, বলছি আমি
যা-ই বা জেনেছি !
.
আগস্ট মানে শোকের মিছিল
আগস্ট মানে কান্না,
আগস্ট মানে কনসার্টেতে
‘রক এ্যান্ড ডিজে’ গান না !

আগস্ট মানে সবার চোখে
শোকজড়ানো পানি,
আগস্ট মানে স্বদেশমাঝে
শোকের কলতান-ই ।

আগস্ট মানে রক্তেমাখা
ধানমণ্ডির এক দেয়াল,
আগস্ট মানে মানুষ ছিঁড়ে—
খাওয়া শকুন-শেয়াল ।

আগস্ট মানে ব্যথা,
আগষ্ট মানে দেশ হারালো
বিশ্বমহান নেতা !

SUMMARY

1944-1.png