আগস্ট মানে আমার কাছে
আসছে শোকের দিন,
আগস্ট মানে মুজিব তোমার
শেষ হবেনা ঋণ।
তোমার শোকে বীর বাঙ্গালী
আজও মুজিব কাঁদে,
রাজাকারের চালে সেদিন
পড়লে মরণ ফাঁদে।
তুমি ছিলে স্বাধীনতার
বঙ্গমাতার বুলি,
জান্নাতি সুর বাজুক তোমার
দিলাম দুহাত তুলি।
আগস্ট মানে আমার কাছে
আসছে শোকের দিন,
আগস্ট মানে মুজিব তোমার
শেষ হবেনা ঋণ।
তোমার শোকে বীর বাঙ্গালী
আজও মুজিব কাঁদে,
রাজাকারের চালে সেদিন
পড়লে মরণ ফাঁদে।
তুমি ছিলে স্বাধীনতার
বঙ্গমা...