তুমি হলে জাতির পিতা
মানতে যারা না চায়
এদেশ ছেড়ে কেন ওরা
ঐদেশে না যায় ।
তুমি ছিলে স্বাধীন দেশের
স্বাধীন স্বপ্নদ্রষ্টা
দেখেছিলে স্বপ্ন গড়বে তুমি
সোনার এই দেশটা।
তুমি ছিলে পিতা সমান
আমরা তোমার সন্তান
পেলাম মোরা স্বাধীনতা
এ তোমারি অবদান ।
হলে তুমি বঙ্গবন্ধু
চটে উঠলো হায়না
জোর করে ভরলো তোমায়
পাকিস্তানের ঐ জেলটা।
রক্তে রাঙা হল দেশ
তুমি হলে রক্তাক্ত
পেলাম আমরা বাংলাদেশ আর
পৃথিবীতে মানচিত্র ।
পাকিস্তানী দোসর ওরা
ক্ষিপ্ত হলো বেশ
এই রেশে করলো খুন
রাত্রি কালো দেশ।