মুজিব মানেই ইতিহাস-যেরীন মুক্তি


মুজিব শুধু একটি নাম নয় ,নয় কোন ব্যক্তি
মুজিব হলো একটি জাতি যার নাম বাঙালি,
একটি নীল আকাশে উড়া লাল সবুজ পতাকা-
তার হৃদয়ে বাংলাদেশের প্রতিচ্ছবি।

একটি দেশের রূপকার তুমি,স্পপতি তুমি,
গল্পকার আর স্বপ্নদ্রষ্টা তুমি বাংলার।
তোমায় নিয়ে বলতে গেলে লিখতে হবে
সুবিশাল ইতিহাস আর গৌরব এই বাংলার।

হে রাজনীতির মহান কবি, হে মুক্তিকামী মহান নেতা,
তোমার রচিত সেই মহাকাব্য,সেই কবিতা খানি
রন্ধে রন্ধে শিহরিত করে উন্মাদনা জাগায়,
গড়ে তুলে তার বাসা সংগ্রামের করে সাহসী,
উত্তপ্ত করে শীতল রক্ত গেঁথেছে বিজয়গাঁথা।

তোমার সেই উদ্দীপ্ত গর্ব ধ্বনি যা কানে বাজে সদাই,
‘আমার বাঙালি আজ মরতে শিখেছে,
আমার বাঙালি আজ মানুষ হয়েছে।

কিংবা,

সেই চির শ্বাশত বাণী,
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।’

আর সেই অমিয় মহাকাব্যে আকৃষ্ট হলো বাঙালি,
দিল প্রাণ লক্ষ জনতা আর সম্ভ্রম মা বোনের
সৃষ্টি হলো একটি সুমিষ্ট নাম বাংলাদেশ…

সেই থেকেই বঙ্গবন্ধু প্রতিটি মানুষের, নয় কোন ব্যক্তির,
বঙ্গবন্ধু মানেই বাঙালি, লাল সবুজ পতাকার
সৃষ্টি
আর প্রিয় সোনার দেশ, সোনার বাংলাদেশের মহান কৃষ্টি।

সেই ৬৬ থেকে ৭১ কিংবা আগরতলা,
মিয়ানওয়ালী কিংবা ঢাকার কারাগার,
কোন কিছু রুখতে পারেনি তোমার দেখা স্বপ্নের
স্বাধীনতার সোপান….

শোকে বিহ্বল আজ পুরো জাতি,
আজও রক্তে রঞ্জিত ধানমন্ডির ৩২ নং বাড়ীটি।
আজও বাঙালির বুকে তুমি আছ ঠিক তেমনি,
যেমন টি হৃদয় জুুড়ে ছিলে বলেই-
তোমার এক কথায় আমরা সবাই ঝাপিয়ে পড়েছি।

তুমি নিজেই বলেছো,তোমার সবচেয়ে বড় গুন,
তুমি বাঙালিকে ভালবাসো,
তোমার সবচেয়ে বড় দোষ ও তুমি জানিয়েছো,
তুমি বাঙালিকে একটু বেশিই ভালবাসো।

তাই শত্রুরা কেঁপেছে ভয়ে
ছিন্ন করতে পারে নি তোমার প্রাণ,
অথচ দেখ,১৫ আগস্টে শ্রাবনের মেঘমাখা নিঃস্তব্ধ রাতে,
সবকিছু কেড়ে নিল তোমার প্রিয় বাংলার সেই
বিশ্বস্ত ঘাতকের দল।

হয়ত ভেবেছে তোমারকে মুছে দিবে-
ইতিহাস থেকে,ওরা বোকা, নির্বোধ,কাপুরুষ ওরা,
ওরা জানে না মুজিব নিজেই এক ইতিহাস।

তোমার সেই মহাকাব্য আজও কানে ভাসে
প্রতিটি বাঙালির মনে ও প্রাণে, যারা দেশকে ভালবাসে।
জাতি আজও তোমায় ভুলেনি,
ভুলেনি তোমার দিকনির্দেশনা,
যতদিন থাকবে লাল সবুজ পতাকা
তুমি থাকবে হয়ে ইতিহাস আর প্রেরণা ।

মুজিব শুধু একটি নাম নয়, একটি জাতি,একটি দেশ
একটি সোনার বাংলা, যার নাম বাংলাদেশ, বাংলাদেশ….

যেখানেই চাই, যেদিকে তাকাই, যেভাবেই ভাবি,
দেখি তোমারই প্রতিচ্ছবি, তোমার সাহসী মনোবল ।
আর কানে বাজে তোমার রচিত সেই মহাকাব্য
যা কালে কালে অম্লান হয়ে পৃথিবীর বুকে
স্বার্ণাক্ষরে লিখা থাকবে, হবে না বিলীন কোনদিনও।

আজও এদেশের মানচিত্র খামছে ধরেছে
সেই পুরানো শকুন।
মুছে দিতে স্বাধীনতা, এরা হয়েছে পাষন্ড বরবর।
এরা জানে না, এদেশের ১৬ কোটি মানুষ আজ জাগ্রত
রক্ষায় স্বাধীনতা, এরা আজও প্রস্তুত সদা।
এরা জানে না,
মুজিব মানেই একটি ইতিহাস,
একটি জাতি, একটি দেশ, একটি লাল-সবুজ পতাকা
আর সবার প্রিয় সোনার বাংলাদেশ।

SUMMARY

1939-1.png