বঙ্গবন্ধু তুমি,
বাঙ্গালি জাতির পিতা
তাইতো হতে পারেনা
কেউ আর তোমার মিতা।
বঙ্গবন্ধু তুমি,
জন্মেছিলে এই বাংলাদেশে
তাইতো বাঙ্গালিরা হয়েছে ধন্য
তোমার নামের পরশে।
বঙ্গবন্ধু তুমি,
বিশ্বের পারে এমন এক নাম
যার জন্যে বাঙ্গালিরা পাই
এই ধরনীর তীরে অফুরন্ত সম্মান।
বঙ্গবন্ধু তুমি,
বাজিয়েছিলে এই সবুজের বুকে
স্বাধীনতার বীণ, তাইতো বাঙ্গালিরা
মনে রাখে সদা তোমার দেওয়া এই ঋণ।
বঙ্গবন্ধু তুমি,
পৃথিবীর পাড়ে এমন এক অমিয় বাণী
যার জন্যে বাঙ্গালিরা করেনা আর
কারো গোলামি।
বঙ্গবন্ধু তুমি,
অন্যায়-অবিচারের প্রতিবাদী কণ্ঠ
তাইতো বাঙ্গালিরা সহ্য করেনা
আর শোষকের পাষণ্ড।
বঙ্গবন্ধু তুমি,
অসাম্প্রদায়িক চেতনার মূল
তাইতো দেখা যায়না আজকাল
সেই সাম্প্রদায়িকতার কুল।
বঙ্গবন্ধু তুমি,
গণতন্ত্রের এক শাশ্বত নাদ
তাইতো বাঙ্গালিরা করে এখন
স্বৈরাচারের প্রতিবাদ।
বঙ্গবন্ধু তুমি,
শান্তির এক পুলকিত বার্তা
তাইতো বাঙ্গালিরা খুঁজেনা
আজ অশান্তির রাস্তা।
বঙ্গবন্ধু তুমি,
কারাবাসির এক উৎকৃষ্ট নমুনা
তাইতো বিশ্ববাসী পরোয়া করেনা আর
অন্যায়ের প্রতিবাদস্বরূপ পাওয়া
জেলখানার করুণ যন্ত্রণা।
বঙ্গবন্ধু তুমি,
অন্যায়ের শাণিত মুক্তি
তাইতো স্বাধীনতাগামীরা
করছেনা আর বঞ্চনার চুক্তি।
বঙ্গবন্ধু তুমি,
বাঙালি জাতির এক অনুপ্রেরণার ঘ্রাণ
তাইতো তারা পেয়ে যায়
আজ সঠিক পথের সন্ধান।
বঙ্গবন্ধু তুমি,
এই ভুবনের কূলে ছিলে
এক বাগ্মিতা, তাইতো পেলে
তুমি বিশ্বজুড়ে এত জনপ্রিয়তা।
বঙ্গবন্ধু তুমি,
ছিলে এক অতিবিশ্বাসী লোক
তাইতো বিশ্ববাসী বলে বেড়ায়
এটাই ছিল তোমার স্বপ্ন
ভঙ্গের একমাত্র খুঁত।